চলছে শেষ মূহুর্তের কেনাকাটা

নিউজ ডেস্ক :: ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট নগরীর বাজারগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটার ধুম পড়েছে। বিশেষ করে জিন্দাবাজার, নয়াসড়ক, কুমারপাড়া, বন্দরবাজারসহ বিভিন্ন বিপণিবিতানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রোববার সন্ধ্যার পর থেকেই শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। পোশাক, জুতা, কসমেটিকস ও গৃহস্থালি সামগ্রী কিনতে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। বিশেষ করে তরুণ ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ব্যবসায়ীরা জানান, ঈদের আগে শেষ মুহূর্তের বিক্রি ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। এক দোকানদার বলেন, সারাদিন তুলনামূলক কম বেচাকেনা হলেও সন্ধ্যার পর থেকে ক্রেতাদের চাপ বাড়ে। অনেকেই বেতনের টাকা পেয়েই শেষ মুহূর্তের কেনাকাটায় নেমেছেন।
এদিকে, ভিড় সামলাতে নগর পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে, যাতে বাজার এলাকায় অতিরিক্ত যানজট সৃষ্টি না হয়।
ক্রেতারা বলছেন, শেষ সময়ে এসে কিছু পণ্যের দাম বেড়ে গেছে, তবে নানা অফার ও ছাড় থাকায় অনেকেই কেনাকাটায় সন্তুষ্ট। এক ক্রেতা বলেন, বাজেটের তুলনায় দাম একটু বেশি, তবে কিছু কিছু দোকানে ভালো ছাড় পাওয়া যাচ্ছে। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় বের হয়েছি।
সন্ধ্যার পরও সিলেটের বাজারগুলোতে ঈদের আমেজ বিরাজ করছে, যা মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।