দায়িত্বপূর্ণ এলাকায় সামনে থেকে নেতৃত্ব দেবার পাশাপাশি সফল উদ্যোক্তা হতে হবে…..আনসার ভিডিপি ইউথ লিডারশিপ কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান

নিউজ ডেস্ক :: ১৩ জুলাই ২০২৫ রবিবার, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নে( ২৪ বিএন) এ আয়োজিত, আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জ, সিলেটের অধীনে পরিচালিত *ইয়ুথ লিডারশীপ কোর্স-২০২৫* এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান,বিভিএমএস, পিএএমএস ।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন নেতার মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকতে হবে যা তার অনুসারীরা অনুসরণ করবে। সততা, নিষ্ঠা, পরিশ্রম, দেশপ্রেম ও মানবিক গুণাবলী ধারণ করে একজন নেতাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আদর্শ নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে আমাদের বাহিনীর মহাপরিচালক নিরলসভাবে কাজ করছেন। নতুন আঙ্গিকে শুরু হওয়া এই ইউথ লিডারশীপ কোর্স সেই চলমান প্রক্রিয়ার একটি অংশ। তিনি প্রশিক্ষণার্থীদের এখন থেকেই সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনের আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।
তিনি সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং কোর্স পরিচালনায় দায়িত্বপালিনকারী সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণটি সফলভাবে পরিচালনা করার ধন্যবাদ জানান। এসময় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৫ জন প্রশিক্ষণার্থীদেরকে উপমহাপরিচালক কর্তৃক পুরষ্কৃত করা হয়।
শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের অধিনায়ক ও কোর্স ওআইসি এনামুল খাঁন বিভিএমএস এর সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মৌলভীবাজার ও কোর্স সমন্বয়ক মো: শাহনেওয়াজ হোসেনসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন প্রশিক্ষকবৃন্দ।
সবশেষে উপ-মহাপরিচালক মৌলভীবাজার জেলার আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষ রোপন অভিযানে অংশগ্রহণ করেন। সেখানে প্রথমে ভাতাভুক্ত সদস্য, অঙ্গীভূত আনসার এবং সকল কর্মকর্তা-কর্মচারী সহকারে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের রাস্তা দিয়ে প্রদক্ষিণ করে প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে এসে শেষ হয়। পরে উপমাহাপরিচালক একটি আম ও একটি নারিকেলের চারা রোপন করেন। বৃক্ষরোপণ অভিযানে আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ টি নারিকেল গাছ ও ৭ টি আমগাছ রোপন করা হয়।