রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু বেসামাল ‘নেত্রী’ সিলেটের আরজু আটক সিলেটে র‍্যাবের খাচায় আলোচিত আ.লীগ নেত্রী আরজু,এখনও অধরা যুব মহিলা লীগ নেত্রী লাকি! শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন স্বর্নালী সাহিত্য পর্ষদ কুয়েত শাখার সভাপতি ও চ্যানেল থ্রি এর কুয়েত প্রতিনিধি লিটন আমিন সংবর্ধিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বর্ষবরণ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকছে নানা আয়োজন কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ বাঁচার অধিকারই হারাচ্ছে ফিলিস্তিনিরা: জাতিসংঘ

পর্যটকের ঢল নামবে সিলেটে

রিপোর্টারের নাম : / ৫২ পরিদর্শন
আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নিউজ ডেস্ক :: উঁচু টিলা, ঢেউ খেলানো চা বাগান, নীল জলের লালাখাল, পাথুরে বিছানায় ভেসে চলা ঝর্ণার ধারা কিংবা জলের মধ্যে ভেসে ওঠা অরণ্য-রাতারগুল। সঙ্গে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজারসহ আরো অনেক পর্যটন স্পট। এ কারণেই বিনোদনপ্রেমিদের কাছে সিলেট সবসময়ই পছন্দের তালিকায়।এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে প্রাকৃতি সৌন্দর্য্যের লীলাভুমি সিলেটে পর্যটকের ঢল নামার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে সিলেটের হোটেল-মোটেলগুলোতে বুকিং হয়ে গেছে।এবার সিলেটে ১০ লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটতে পারে বলে প্রত্যাশা করছেন সিলেটের জেলা প্রশাসন ও পর্যটক সংশ্লিষ্টরা। পর্যটক বরণে ইতোমধ্যে নেয়া হয়েছে প্রস্তুতি। একই সাথে যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি ঠেকাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অনেক বছর পর টানা ৯ দিনের সরকারি ছুটিতে গেছে দেশ। লম্বা ছুটিতে ঈদের আনন্দ উপভোগ করতে সিলেটে অন্তত ৫ থেকে ১০ লাখ পর্যটক আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতোমধ্যে ৯০ শতাংশ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। ঈদের দিন ঘনিয়ে আসার আগেই শতভাগ বুকিং হবে বলে ধারণা হোটেল ব্যবসায়ীদের।

এ পরিস্থিতিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেট। এরমধ্যে পর্যটন স্পটগুলোর সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

প্রকৃতিকন্যা সিলেট সারাদেশের পর্যটকদের কাছে অনন্য। উঁচু-নিচু পাহাড় আর ঢেউ খেলানো চা-বাগান নিমিষে পর্যটকের মন কেড়ে নেয়। মন মাতানো এমন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতিবছর ঈদ কিংবা বিভিন্ন ছুটির দিনে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোয় ভিড় করেন পর্যটকরা।

সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম- জাফলং, সাদা পাথর, লালাখাল, শ্রীপুর, রাতারগুল, পান্তুমাই, মায়াবতি ঝরনা, জৈন্তিয়া রাজবাড়ী, ডিবির হাওর, বিছানাকান্দি, লোভাছড়া, মাধবকু-, চেরাপুঞ্জি, জকিগঞ্জে তিন নদী সুরমা-কুশিয়ারা-বরাক মোহনাসহ অসংখ্য চা বাগান।

এদিকে, ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের এসব পর্যটন স্পটগুলোতে এখন সাজসাজ রব। পর্যটকদের আকৃষ্ট করতে এরমধ্যে শেষ হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এবার জাফলং, সাদাপাথর, বিছনাকান্দি, রাতারগুলে বেশি পর্যটক ভিড় করবে। এছাড়া সিলেটের বিভিন্ন চা-বাগান দেখতে ভিড় জমাবেন পর্যটকেরা। ঈদে অন্তত ৫ থেকে ১০ লাখ পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, এবার জাফলং পর্যটকদের আকর্ষণ হতে পারে। আগের তুলনায় যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সেখানে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছি। এ ছাড়া পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট চেম্বার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ঈদে লম্বা ছুটি হওয়াতে অন্য বছরের তুলনায় বেশি সংখ্যক পর্যটক সমাগম হবে। তাছাড়া ভারতের ভিসা বন্ধ থাকা ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় অন্যান্য বছরের তুলনায় পর্যটকদের সমাগম বেশি হবে। এরমধ্যে হোটেল-মোটেলগুলো প্রায় ৯০ শতাংশ বুক হয়ে গেছে। আশা করা যাচ্ছে পর্যটন খাতে এবার ভালো ব্যবসা হবে। এবারের ঈদ বাজারে যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে আশা করা যাচ্ছে ঈদ বাজার ও পর্যটন খাতে কয়েক শত কোটি টাকার ব্যবসা হবে। আবহাওয়া অনুকূলে থাকলেও সবকিছু স্বাভাবিক থাকলে ব্যবসা আরও বেশি হতে পারে।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পোশাকধারী ছাড়াও সাদাপোশাকে পুলিশ তৎপর থাকবে।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সিলেট হচ্ছে পযটন এলাকা। ঈদের লম্বা ছুটিতে সিলেটে পর্যটকের ঢল নামবে বলে আমাদের প্রত্যাশা। ইতোমধ্যে ট্যুরিষ্ট পুলিশ ও জেলা পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর