শিরোনাম
বগুড়া লেখক চক্রের ৯৪২তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৯৪২তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আসরটি অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন সহসম্পাদক এম রহমান সাগর, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, আসর পরিচালনা সম্পাদক আবু রায়হান, অনন্য রাসেল, বেলাল হোসেন, মাহাবুব টুটুল, সাফওয়ান আমিন, পবিত্র প্রামাণিক ও শাকিবুল শাকিল। আবৃত্তি করেন মাহবুবে এলাহী মিঠু।
পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন ইসলাম রফিক। মুক্ত আলোচনায় সবাই স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর