রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু বেসামাল ‘নেত্রী’ সিলেটের আরজু আটক সিলেটে র‍্যাবের খাচায় আলোচিত আ.লীগ নেত্রী আরজু,এখনও অধরা যুব মহিলা লীগ নেত্রী লাকি! শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন স্বর্নালী সাহিত্য পর্ষদ কুয়েত শাখার সভাপতি ও চ্যানেল থ্রি এর কুয়েত প্রতিনিধি লিটন আমিন সংবর্ধিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বর্ষবরণ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকছে নানা আয়োজন কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ বাঁচার অধিকারই হারাচ্ছে ফিলিস্তিনিরা: জাতিসংঘ

বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা, বললেন এ সাফল্য ঐতিহাসিক

ডেস্ক রিপোর্ট / ১৭৬ পরিদর্শন
আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছেন নাজমুল হোসেন শান্তর দল। দারুণ এই সফর শেষে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেই সময়ই বলা হয়েছিল, পাকিস্তান থেকে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি। বাংলাদেশ দল সেই সংবর্ধনা পেল আজ।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে দলের সাফল্যকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, ‘পুরো জাতি তাদের এ অর্জনে গর্বিত।’

ক্রিকেটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছি। তবে সবাইকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ও জাতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’
একটি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ক্রীড়ার শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা সম্প্রতি প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা এবং রাষ্ট্রদূত হিসেবে তার অংশগ্রহণের কথা তুলে ধরেন। এসময় তিনি জানান, ২০২৬ সালে মিলানো কোর্তিনায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকায় অবতীর্ণ হতে ইতালি তাকে আমন্ত্রণ জানিয়েছে।

দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার এসব কথা তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে।’ তিনি আরও যোগ করেন, ‘এখানে এসে প্রতিটি খেলোয়াড়ই আনন্দিত। এটি আমাদের সত্যিই অনুপ্রাণিত করবে।’ শান্ত বলেন, পাকিস্তানে তাদের সাফল্যের পেছেন খেলোয়াড় ও কোচিং স্টাফের কঠোর পরিশ্রম মূল ভূমিকা পালন করেছে।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এ সময় কঠিন সময়ে সাফল্য এনে দেওয়ার জন্য ক্রিকেটারদের প্রশংসা করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর