বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলা স্কাউটস এর ৩য় ত্রৈ-বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভা সম্পন্ন

নিউজ ডেস্ক :: বাংলাদেশ স্কাউটস ,সিলেট রেলওয়ে জেলার ৩য় ত্রৈ-বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভা গত ১৯ মার্চ, ২০২৫ তারিখ,বুধবার, বিকাল.৪টা ৪৫ মিনিটে সিলেট রেলওয়ে স্টেশনের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন মোঃ আহসান হাবীব, আহবায়ক,এডহক কমিটি,বাংলাদেশ স্কাউটস, সিলেট রেলওয়ে জেলা ও বিভাগীয় প্রকৌশলী/২/ঢাকা, বাংলাদেশ রেলওয়ে। অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও এডহক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সালেক। আরও ছিলেন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক ইয়ূং এডাল্ট লিডার প্রতিনিধি শামীম আহমদ, এডহক কমিটি বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক মোঃ আনিছুর রহমান সরকার এহিয়া প্রতিষ্ঠাতা ও গ্রুপ সম্পাদক সিলেট রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ ,( সিএএলটি সম্পন্নকারী ও ব্যাডেন পাওয়েল ফেলো), সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আতিকুর রহমান গ্রুপ স্কাউট লিডার সিলেট রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ , গ্রীনবার লাইফ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ এর সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সামি আল রাজি সাবেক জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি প্রমুখ। এছাড়াও সিলেট রেলওয়ে জেলার সকল ইউনিটের কাউন্সিলরগন অফলাইনে ও অনলাইনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার স্কাউটিং কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়ন ও পরিচালনা এবং গতিশীল করতে কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ মেয়াদে নির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি হিসেবে নির্বাচিত হন আহসান হাবিব। বিভাগীয় প্রকৌশলী/২, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।
কমিশনার হিসেবে মোঃ আনিছুর রহমান সরকার এহিয়া , প্রতিষ্ঠাতা ও গ্রুপ সম্পাদক, (সিএএলটি সম্পূন্নকারী ও ব্যাডেন পাওয়েল ফেলো) সিলেট রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ কে সুপারিশ করা হয়। কোষাধ্যক্ষ নির্বাচিত হন পরিতোষ ধর পাপ্পু স্কাউট লিডার সিলেট রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ
সহকারী লোকোমাস্টার (গ্রেড-১) বাংলাদেশ রেলওয়ে, সিলেট।
সম্পাদক পদে নির্বাচিত হন শামীম আহমদ,গ্রুপ স্কাউট লিডার ও সম্পাদক, মর্নিংবার্ড রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ ,যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হন মো: মিজানুর রহমান, গ্রুপ স্কাউট লিডার ও সম্পাদক, লংলা শতাব্দী রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ কে নির্বাচিত হন।
বাংলাদেশ স্কাউটস সিলেট রেলওয়ে জেলার স্কাউটিং কার্যক্রম আরো সম্প্রসারণ ও বেগবান করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ প্রত্যয় ব্যক্ত করে সকল কাউন্সিলরগণকে (অনলাইন, অফলাইনে যুক্ত) অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি মহোদয় সভার পরিসমাপ্তি ঘোষনা করেন।