শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সম্পন্ন

নিউজ ডেস্ক :: ঈদ উৎসব মুসলিম উম্মাহের জন্য মহান আল্লাহর সওগাত স্বরূপ। একমাস সিয়াম সাধনার পর আজ ধনী-গবির ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে আদায় করেছেন ঈদের নামাজ। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে।
সোমবার ঈদের দিন সকালে এই জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, ঈদের জামাতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকে মহানগরের বিভিন্ন এলাকা থেকে শাহী ঈদগাহ ময়দানের মুসল্লিদের ঢল নামতে শুরু করে। সবার হাতেই ছিল জায়নামাজ।
ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে দু’হাত তুলে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যদিকে, ঈদকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবার শাহী ঈদগাহে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সিলেট মহানগরী এলাকায় অন্তত ৩৯২টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে হবে একাধিক জামাত।