সুলতানা ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে

নিউজ ডেস্ক :: সুলতানা ইসলাম,পিতা-মৃত রুশন মিয়া,মাতা-মাসমুদা বেগম সে পাওয়ার ডেভেলপমেন্ট হাইস্কুল,বাগবাড়ি,সিলেট থেকে অংশগ্রহণ করে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।তার রেজিষ্ট্রেশন নাম্বার ২২১৬১২৫৫৪১,রোল নং-১০৫৮৩৩।তার বাসা নগরীর এতিমস্কুল রোড,বাগবাড়ি,সিলেট।সে এই কৃতিত্বের মধ্যমণি খালা নাঈমা বেগমের কাছে চিরঋণী,তাঁর আন্তরিক সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধানের কারণেই আজকের এই বিশাল সফলতা।সুলতানা তার মায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা বর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সম্মান প্রদর্শন করেন।তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মোহাম্মদ মোস্তফা (সা:)।সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়ে মানবিক মানুষ হতে চায়।
সুলতানা ইসলাম মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে ভবিষ্যতে এভাবে একের পর এক সফলতা অর্জন করে শিক্ষা জীবনের শেষ পর্যন্ত পৌঁছাতে চায়।সে সকলের কাছে দুআ প্রার্থী।