রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু বেসামাল ‘নেত্রী’ সিলেটের আরজু আটক সিলেটে র‍্যাবের খাচায় আলোচিত আ.লীগ নেত্রী আরজু,এখনও অধরা যুব মহিলা লীগ নেত্রী লাকি! শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন স্বর্নালী সাহিত্য পর্ষদ কুয়েত শাখার সভাপতি ও চ্যানেল থ্রি এর কুয়েত প্রতিনিধি লিটন আমিন সংবর্ধিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বর্ষবরণ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকছে নানা আয়োজন কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ বাঁচার অধিকারই হারাচ্ছে ফিলিস্তিনিরা: জাতিসংঘ

৯১ বছরে প্রথমবার যে সাফল্য দেখলো ভারত

ডেস্ক রিপোর্ট / ১৭৬ পরিদর্শন
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ১৯৫২ সালে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ভারত। একই মাঠে গতকাল বাংলাদেশকে হারিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করলো ভারতীয়রা। টেস্ট অভিষেকের ৯২তম বছর আর ৫৮০ টেস্টে এসে প্রথমবার হারের তুলনায় জয়ের সংখ্যা বাড়িয়ে নিতে পেরেছে ভারত। টেস্ট খেলা শুরুর পর আর কোনো দলেরই জয়ের সংখ্যায় এগিয়ে যেতে এত বেশি সময় এবং ম্যাচের দরকার হয়নি। অবশ্য বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাসহ কয়েকটি দল এখনো জয়ের তুলনায় হারের সংখ্যাকে ছাপিয়ে যেতে পারেনি, জেতার চেয়ে হেরেছে বেশি। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচটিতে ৪৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। টেস্টের প্রায় দেড় শ বছরের ইতিহাসে আর কোনো দলই নিজেদের প্রথম টেস্টে জিততে পারেনি। অস্ট্রেলিয়া বাদে প্রথম টেস্ট জিততে সবচেয়ে কম অপেক্ষা করতে হয়েছে আফগানিস্তানকে। ২০১৮ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা আফগানিস্তান পরের বছরের মার্চে আরেক নবাগত টেস্ট দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে ৭ উইকেটে জিতেছিল। আর হারের তুলনায় জয়ের সংখ্যা এগিয়ে নিতে পেরেছে একই বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে। প্রথম তিন টেস্ট শেষেই আফগানিস্তানের জয়ের সংখ্যা হয়ে যায় ২, হার ১। পাঁচ বছর পর এসে আফগানদের জয়ের চেয়ে হারের সংখ্যাই অবশ্য বেশি (৩ ও ৬)।
ইতিহাসের প্রথম টেস্টের আরেক দল ইংল্যান্ড প্রথমবার হারের চেয়ে জয়ের সংখ্যাকে এগিয়ে নেয় নিজেদের ২৩তম টেস্টে। তুলনায় পাকিস্তান জয়ের হার বাড়িয়ে নেয় আরও আগে- ১৬তম টেস্টে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের লেগেছে ৯৯ টেস্ট, দক্ষিণ আফ্রিকার ৩৪০। তবে ভারতের মতো দীর্ঘ অপেক্ষা করতে হয়নি আর কাউকেই।
ভারত নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল ১৯৩২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। লর্ডসের ম্যাচটিতে ১৫৮ রানে হারে ভারত। বৃটিশ উপনিবেশের অধীনে থাকা ভারত স্বাধীন হওয়ার আগপর্যন্ত কখনোই অবশ্য জিততে পারেনি। প্রথম জয় আসে ২৫তম ম্যাচে, ১৯৫২ সালে। তখনকার মাদ্রাজ ক্রিকেট গ্রাউন্ডে, বর্তমানের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছিল ভারত। তারও ৭৪ বছর পর গতকাল জয়-হারের অনুপাতে জয়ের সংখ্যায় এগিয়েছে ভারত। ৫৮০ ম্যাচ খেলে ভারতের জয় ১৭৯ ম্যাচে, হার ১৭৮টিতে। ড্রয়ের সংখ্যা ২২২, আর টাই ১টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর