সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন কবি সিরাজুল হকের মৃত্যুতে পোয়েটস্ ক্লাবের শোক প্রকাশ চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু বেসামাল ‘নেত্রী’ সিলেটের আরজু আটক সিলেটে র‍্যাবের খাচায় আলোচিত আ.লীগ নেত্রী আরজু,এখনও অধরা যুব মহিলা লীগ নেত্রী লাকি! শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন স্বর্নালী সাহিত্য পর্ষদ কুয়েত শাখার সভাপতি ও চ্যানেল থ্রি এর কুয়েত প্রতিনিধি লিটন আমিন সংবর্ধিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বর্ষবরণ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকছে নানা আয়োজন

একযোগে ৪২ ফেডারেশনের সভাপতিকে অপসারণ

ডেস্ক রিপোর্ট / ১৬৬ পরিদর্শন
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

দেশের ৪২টি ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারার ক্ষমতাবলে ৪২ ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের এই অব্যাহতি দেয়া হয়। দেশে ৫৫টি ফেডারেশনেও এসোসিয়েশন বিদ্যমান। এরমধ্যে দাবা, কাবাডি ও ব্রিজের তিন সভাপতিকে আগেই অব্যাহতি দেয়া হয়েছিল। তিনটি ফেডারেশন ছিল সভাপতিশূন্য (শরীরগঠন, বুত্থান ও ইয়োগা)। পাঁচটি ফেডারেশন ও এসোসিয়েশনের সভাপতিদের বহাল রাখা হয়েছে। এগুলো হলো- হকি, সাঁতার, গলফ, বিলিয়ার্ড ও কিক বক্সিং। নাজমুল হাসান পদত্যাগ করায় নতুন সভাপতি ফারুক আহমেদকে পেয়েছে ক্রিকেট বোর্ড। ২৬শে অক্টোবর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের রাজনীতির পট পরিবর্তন হয়। দেশের প্রায় সব বিভাগেই পরিবর্তন হচ্ছেন কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় পরিবর্তন আসছে ক্রীড়াঙ্গনেও। দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশনেই ছিলেন সরকার মনোনীত সভাপতি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই দাবা, কাবাডি ও ব্রিজ ফেডারেশনের সভাপতিদের অব্যাহতি দেয়া হয়েছিল। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনীতির সঙ্গে যুক্ত ৪২টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিদেরও এবার অব্যাহতি দেয়া হলো। এরা হলেন- শুটিংয়ের লে. জেনারেল (অব.) আতাউল হাকিম সারওয়ার হাসান, ব্যাডমিন্টনের ড. আবদুল মালেক, হ্যান্ডবলের একেএম নুরুল ফজল বুলবুল, জুডোর ফয়জুর রহমান বাদল, কারাতের ড. মোজাম্মেল হক খান, তায়কোয়ান্দো কাজী মোর্শেদ হোসেন, টেবিল টেনিসের মেজবাহ উদ্দিন, জিমন্যাস্টিকস শেখ বশির আহমেদ মামুন, বাস্কেটবলের ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আরচারির লে. জেনারেল (অব.) মঈনুল ইসলাম, মহিলা ক্রীড়া সংস্থা বেগম মাহাবুব আরা গিনি, বক্সিংয়ের মেজর জেনারেল একেএম আমিনুল হক, বধির ক্রীড়া ফেডারেশনের আবদুল করিম, বাশাআপের শেখ মো. মারুফ হাসান, রাগবির শফিউল ইসলাম মহিউদ্দিন, ফেন্সিংয়ের এম শোয়েব চৌধুরী, বেসবল সফট বলের আলহাজ মো. সোলায়মান, প্যারালিম্পিক কমিটির ভেলরী এ টেলর, সার্ফিংয়ের কাজী ফিরোজ রশীদ, মাউন্টেরিয়ারিংয়ের মিজানুর রহমান মানু, চুক বলের আ জ ম নাছির উদ্দিন, সেপাক টাকরোর সাইদুর রহমান, জুজুৎসুর গোলাম ফারুক খন্দকার, প্যারা আরচারির কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, ভারোত্তোলনের মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, উশুর ড. আবদুস সোবহান গোলাপ, ক্যারমের জুনাইদ আহমেদ পলক, সাইক্লিংয়ের কবির বিন আনোয়ার, টেনিসের খালিদ মাহমুদ চৌধুরী, কুস্তির শাজাহান খান, রোলার স্কেটিংয়ের আবুল কালাম আজাদ, কান্ট্র্রি গেমসের ড. সাইখ সিরাজ, থ্রো বলের জহিরুল ইসলাম ভূঁইয়া, ভলিবলের আতিকুল ইসলাম, স্কোয়াশ র‌্যাকেটসের মো. ফারুক খান, রোয়িংয়ের এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, আন্তর্জাতিক তায়কোয়ান্দোর বিএম মোজাম্মেল হক, ঘুড়ির ড. মোহাম্মদ জাফর ইকবাল, অ্যাথলেটিকসের তোফাজ্জল হোসেন মিয়া, খিউকুশিন কারাতের ডা. দীপু মনি, খোখোর শাহ কামাল, মার্শাল আর্ট কনফেডারেশনের হাসানুল হক ইনু। দাবার বেনজির আহমেদ, কাবাডির চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ব্রিজের জাহাঙ্গীর আলমকে আগেই অব্যাহতি দেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর