রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু বেসামাল ‘নেত্রী’ সিলেটের আরজু আটক সিলেটে র‍্যাবের খাচায় আলোচিত আ.লীগ নেত্রী আরজু,এখনও অধরা যুব মহিলা লীগ নেত্রী লাকি! শান্তিগঞ্জে ভূমিখেকোদের বিরুদ্ধে প্রাঃ স্কুল মাঠ থেকে অবৈধভাবে মাঠি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন স্বর্নালী সাহিত্য পর্ষদ কুয়েত শাখার সভাপতি ও চ্যানেল থ্রি এর কুয়েত প্রতিনিধি লিটন আমিন সংবর্ধিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বর্ষবরণ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকছে নানা আয়োজন কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষে নিহত ১ বাঁচার অধিকারই হারাচ্ছে ফিলিস্তিনিরা: জাতিসংঘ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম : / ১০০ পরিদর্শন
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা জজ কোর্টের সম্মানিত পিপি জনাব আশিক ঊদ্দিন আসুক সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের জেলা মহানগরের নেতৃবৃন্দ।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এই আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উমেদের এই আন্তরিক সহযোগিতা থাকায় আজ এই প্রান্তিক এলাকার মানুষ একত্রিত হয়ে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছে।

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, আগামী নির্বাচনে সাফল্যের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও পিপি অ্যাডভোকেট আশিকুর রহমান আশুক বলেন, আমরা এই সংকটময় মুহূর্তে জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের নের্তৃত্ব বজায় রেখে এই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করবো যাতে আগামীতে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়

মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমাদের দলের প্রতিটি কর্মী মানুষের জন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছেন সেই কাজের ধারা অব্যাহত থাকবে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে এই সকল কাজেই আমাদের নেতা কর্মীরা থাকবে দেশমাতা খালেদার জন্য আমরা দোয়া করি আল্লাহপাক যেন সুস্থতা দান করেন

উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক , মানবাধিকার, পেশাজীবী, সাংবাদিকসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর