শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারতে এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুল হুদা জুনেদ

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
বুধবার (২ এপ্রিল) দুপুরে বিয়ানীবাজার পৌর এলাকার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত এটিএম তুরাবের কবর জিয়ারত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, শহীদ তুরাবের বড় ভাই আবুল কালাম মো. শরীফ ও আবু জাবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিয়ানীবাজার উপজেলার সংগঠক শাহরিয়ার ইমন সানি,ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলা সদস্য সচিব আব্দুল ওয়াহিদ উমায়ের।
এতে আরো উপস্থিত ছিলেন এনসিপি বিয়ানীবাজারের সংগঠকবৃন্দ যথাক্রমে এনায়েত হোসেন ,আবিদ আহমদ,সুপ্রিয় বড়ুয়া ,আমজাদ হোসেন, মিনহাজুল আলম, দেলওয়ার হোসাইন চৌধুরী প্রমুখ।