সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটির সদস্য নাজিম উদ্দীন শাহান

নিউজ ডেস্ক :: সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজিম উদ্দীন শাহান। সামাজিক ও ক্রীড়া অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সক্রিয়তা এবং নেতৃত্বগুণ এই দায়িত্ব পেতে সহায়ক হয়েছে।
নাজিম উদ্দীন শাহান একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি শুধু ক্রীড়া সংগঠকই নন, সমাজসেবা, যুব উন্নয়ন ও মানবাধিকার কর্মীতেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি বর্তমানে পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, কুশিয়ারা যুব কল্যাণ পরিষদ, সিলেট এবং প্রজন্ম ইয়ুথ হাব, সিলেট-এর মতো সংগঠনগুলোর নেতৃত্বে রয়েছেন।
পেশায় একজন ব্যাংকার নাজিম উদ্দীন শাহান ব্যাংকার্স ক্লাব সিলেট -এর দপ্তর সম্পাদক হিসেবেও কাজ করছেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন এবং একজন সাবেক ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় হিসেবেও সিলেটের ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ। নাজিম উদ্দীন শাহানের সামাজিক সচেতনতা ও যুব নেতৃত্বের অন্যতম উদাহরণ হলো জুলাই বিপ্লবে তাঁর সক্রিয় অংশগ্রহণ। তিনি এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যা তাঁর দেশপ্রেম ও সমাজ পরিবর্তনের অঙ্গীকারকে তুলে ধরে। তিনি একজন সক্রিয় রোটারিয়ান এবং সমাজের বিভিন্ন স্তরে তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নাজিম উদ্দীন শাহান গোপালগঞ্জ উপজেলার বাগলা গ্রামের কৃতি সন্তান। স্থানীয় পর্যায়ে তাঁর সম্পৃক্ততা এবং উন্নয়নমূলক কাজের কারণে তিনি গোপালগঞ্জবাসীর কাছে অত্যন্ত সম্মানিত।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ত্র্যাডহক কমিটির সদস্য হিসেবে নাজিম উদ্দীন শাহানের নির্বাচনে ক্রীড়াপ্রেমীরা ব্যাপক সাড়া দিয়েছেন। তাঁর নেতৃত্বে সিলেটের ক্রীড়াঙ্গন আরও গতিশীল ও সংগঠিত হবে বলে সকলের প্রত্যাশা।নাজিম উদ্দীন শাহানের এই নতুন পদে যোগদান সিলেটের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা যায়। তাঁর কর্মদক্ষতা ও নেতৃত্বগুণ এই দায়িত্ব সফলভাবে পালনে সহায়ক হবে বলে স্থানীয়রা মনে করছেন।