সিলেটে র্যাবের খাচায় আলোচিত আ.লীগ নেত্রী আরজু,এখনও অধরা যুব মহিলা লীগ নেত্রী লাকি!

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেত্রী আরজুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯।গ্রেফতারকৃত নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজু (৪৫) সিলেট মহানগর ৭ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি সিলেটের জালালাবদ থানার জাহাঙ্গীরনগর এলাকায়।
সোমবার রাতে মহানগরের বালুচর এলাকাস্থ ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দায়েরকৃত একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি নাজমা। নাজমা ওরফে আরজু স্বৈরাচার সরকার আমলে বিভিন্ন হামলা মামলায় আলোচিত ছিলেন।তার একান্ত কাছের বান্ধবী যুব মহিলা লীগ নেত্রী লাকি আহমেদ কে নিয়ে ফ্যাসিস্টদের সাথে একাত্মতা করে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে স্বক্রিয় ছিলো।
আরজু গ্রেফতার হলেও তার কাছের বান্ধবী সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ব্লাকমেইলার ও মক্ষীরানি লাকি আহমেদ এখনও অধরা!প্রকাশ্যে ঘুরাফেরা করিতে দেখা যায়।ডেভিল লাকি আহমেদ-ও অনেক মামলার আসামী।তাকেও গ্রেফতারের জন্যে সচেতন নাগরিকরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সূত্র::https://onnodristy.com/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC-%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87/?fbclid=IwY2xjawJrlz5leHRuA2FlbQIxMQABHsALrWSGKN1Xw5GF36V_xXykRHMN8BHUzV8vgMoXbu48ygmwHgGPNcPE4xJM_aem_1mOdO1f4a51TUm-pAnbLUA