বেসামাল ‘নেত্রী’ সিলেটের আরজু আটক

স্টাফ রিপোর্টার
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
চাল-চলনে ছিল বেপরোয়া ভাব। ভয়ে নারী রাজনীতিকরা তাকে এড়িয়ে চলতেন। সম্মান হারানোর ভয়ে পাশে জায়গা দিতেন
না অনেকেই। কিন্তু সিলেটে পুরুষ রাজনীতিকদের কাছে তার কদর ছিল বেশি। আর কদরেই দিনে দিনে বেসামাল হয়ে ওঠে সিলেটের ‘নেত্রী’ আরজু। নামের পাশে আগে খান ব্যবহার করতো না। সাম্প্রতিক সময়ে খান শব্দটি জুড়ে দিয়েছে। সিলেটের ওই ‘নেত্রী’ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মহিলা আওয়ামী লীগের নেত্রী। বিতর্কিত ওই নেত্রীকে আটক করেছে র্যাব। নগরের বালুচরের বাসা থেকে তাকে আটক করা হয় বলে র্যাব জানায়। পুরো নাম নাজমা আক্তার আরজু। পরে এই নাম পরিবর্তন করে হয় নাজমা খান আরজু। নগরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মহিলা যুবলীগ নেত্রী তখন থেকে অন্ধকার জগতে তার পথচলা শুরু। গ্রেপ্তারের পর গতকাল দলের কয়েকজন মহিলা নেত্রীর সঙ্গে আলাপ হয় মানবজমিনের। তার সম্পর্কে জানা গেছে অনেক তথ্য। লোকজনকে ধরে নিয়ে উলঙ্গ করে নারীদের দিয়ে ছবি তুলে ব্ল্যাকমেইল করতো। ওদের নেটওয়ার্কের সক্রিয় সদস্য হিসেবে আরজু কাজ করেছে। নানা সময় পুলিশের রোষানলে পড়লেও সে ও তার সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন, ছাত্র আন্দোলনের সময়ের দুটি মামলার আসামি দেখিয়ে র্যাব সদস্যরা তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। এ মামলা তাকে পুলিশ আদালতে সোপর্দ করেছে বলে জানান তিনি।