কবি সিরাজুল হকের মৃত্যুতে পোয়েটস্ ক্লাবের শোক প্রকাশ

নিউজ ডেস্ক :: বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সভাপতি কবি সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ পোয়েটস ক্লাব।
বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী,কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী,চীফ কো-অর্ডিনেটর জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম,মহাপরিচালক কবি নাহিদ রোকসানা, পরিচালক কবি মির্জা আশরাফুল ইসলাম,পরিচালক নাট্যাভিনেতা আব্দুল আজিজ,পরিচালক অধ্যাপক আনোয়ারা খানম,পরিচালক অধ্যাপক আলেয়া চৌধুরী, পরিচালক ডক্টর মো. বদরুজ্জামান,পরিচালক ড. জসিম উদ্দিন শেখ,পরিচালক অধ্যাপক মিলন রায়,পরিচালক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের সরকার,পরিচালক সাংবাদিক হৃষীকেশ শংকর রায়,পরিচালক সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী,পরিচালক মো, মনিরুজ্জামান মনি,পরিচালক কবি তন্ময় হারিস,পরিচালক কবি মুস্তারী বেগম,পরিচালক ড. আনিসুল হক,পরিচালক কবি ডক্টর শাহেদ মন্তাজ,পরিচালক কবি খান আখতার হোসেন,পরিচালক অভিনেতা এবিএম সোহেল রশিদ,পরিচালক ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন,পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক,পরিচালক কবি মোহাম্মদ শাহ আলম,পরিচালক নবাব সালেহ আহমদ,পরিচালক কবি নুরুল হুদা ডিউক,পরিচালক কবি মান্না রায়হান,ঢাকা জেলা সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ,ঢাকা মহানগর সভাপতি কবি আবদুর রাজ্জাক,রাজশাহী জেলা ও বিভাগীয় সভাপতি ডক্টর মাহফুজুর রহমান,সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম,স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর সভাপতি কবি নূরুদ্দীন রাসেল,চট্টগ্রাম জেলা সভাপতি কবি সুপ্রিয় কুমার বড়ুয়া,মানিকগঞ্জ জেলা সভাপতি কবি দেবদাস হালদার,নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল্ ফয়সাল,ময়মনসিংহ জেলা সভাপতি কবি জালাল উদ্দীন আহমেদ,কিশোরগঞ্জ জেলা সভাপতি কবি জাকারিয়া আনসারী,কুমিল্লা জেলা সভাপতি কবি কবি লায়লা আরজুমান শিউলী,দিনাজপুর জেলা সভাপতি কবি ইয়াসমিন আরা রানু,খুলনা মহানগর সভাপতি কবি মনিরুল ইসলাম সেলিম, সুনামগঞ্জ জেলা সভাপতি কবি আব্দুল আজিজ চৌধুরী, হবিগঞ্জ জেলা সভাপতি কবি নিলুপা ইসলাম নিলু, মৌলভীবাজার জেলা সভাপতি কবি সালেহ আহমদ স লিপক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার, নেত্রকোনা জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ, নরসিংদী জেলা সভাপতি কবি মুর্শিদা ভূইয়া মীরা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি ডাক্তার তাহেরা খানম, ফরিদ পুর জেলা সভাপতি কবি শরীফ মুহাম্মদ সালমান, টুঙ্গিপাড়া জেলা সভাপতি কবি দীন ইসলাম, যশোর জেলা সভাপতি কবি নাহিন ফেরদৌস,
কুষ্টিয়া জেলা সভাপতি শামসুল আলম জ্যাক,সিরাজগঞ্জ জেলা সভাপতি কবি আব্দুল হামিদ সরকার,বরিশাল জেলা সভাপতি কবি শাহ কামাল সবুজ,বান্দরবান জেলা সভাপতি কবি মহিউদ্দীন চৌধুরী,ভোলা জেলা সভাপতি মাস্টার বশির আহমদ, পটুয়াখালী জেলা সভাপতি কবি আব্দুস সালাম শিকদার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব সিলেট জেলা সভাপতি কবি সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজন এবং সিলেট জেলা কমিটির সদস্য দের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।