বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খাজাঞ্চির পাঁচপীর বাজারের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়- নিহত ব্যক্তি সাইকেল দিয়ে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করতেন। তার বাড়ি সিলেট মহানগরের তেমুখীতে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। রাতে বিভিন্ন দোকান থেকে পণ্য বিক্রির টাকা তুলে ফেরার পথে পাঁচপীর বাজারের পাশে সড়কে নির্জন স্থানে কয়েকজন ছিনতাইকারী তার উপর চড়াও হয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেন। এসময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তার রক্তাক্ত দেহ সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের তল্লাশি অভিযান চলছে।